রিয়াদ রমজানের সময় সূচি ২০২৫ : আজকের ইফতার ও সেহরির শেষ সময়
রিয়াদ রমজানের সময় সূচি ২০২৫ : আজকের ইফতার ও সেহরির শেষ সময় 2025
রিয়াদ রমজানের সময় সূচি ২০২৫ : আজকের ইফতার ও সেহরির শেষ সময় 2025 সৌদি আরবের রিয়াদের রোজার ক্যালেন্ডার দেখে নিন। সৌদি আরব যা, মুসলিমদের প্রাণ কেন্দ্র খ্যাতও একটি দেশ, যে দেশে আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ (সা.) এসেছিলেন। এ দেশের প্রতি জায়গায় মুসলিমদের বাস, কারণ দেশটির ৯৮% জনসংখ্যা মুসলিম ধর্মের। এছাড়াও প্রবাসী বাংলাদেশী সহ আরও অনেক দেশের মুসলিমরা এদেশে রয়েছেন বিভিন্ন কাজের ক্ষেত্রে।
যার কারণে এই আর্টিকেল, পবিত্র রমজানের সময়সূচি ক্যালেন্ডার ২০২৫ সৌদির রিয়াদ তুলে ধরবো বিশেষ করে আমাদের প্রিয় প্রবাসী বাংলাদেশীদের জন্য। আমরা জানি যে, প্রতি বছর আমাদের দেশ হতে কাজের জন্য, উচ্চ শিক্ষার জন্য এবং হজ্জ ও উমরাহ্ করতে বহু লোক সৌদি আরবে যান। এতে করে অনেকেই রাজধানী শহর রিয়াদে অবস্থানও করেন, যার ফলে প্রয়োজন হওয়া স্বাভাবিক সেখানকার রোজার সেহরি ও ইফতারের সময় সূচির।
রিয়াদ রমজানের সময় সূচি ২০২৫
আমরা জানি যে, রিয়াদ সৌদি আরবের রাজধানী শহর যেখানে রয়েছে অসংখ্য প্রবাসী বাংলাদেশীরা। ২০২৫ সালের মাহে রমজানের চাঁদ যেহেতু সৌদি আরবের আকাশে দেখা গেছে, এতে করে দেশটিতে শুরু হতে যাচ্ছে রমজানের প্রথম রোজা। আগামী ১ মার্চ, ২০২৪ তারিখ (শনিবার) হবে সৌদি আরবের রিয়াদে প্রথম রোজা। যার কারণে সেখানে যারা রয়েছেন তাদের জন্য রিয়াদ রমজানের সময় সূচি ২০২৫ প্রণয়ন করা হয়েছে। এখানে আলাদা ভাবে শিয়া ও সুন্নি ২ ধরণের মুসলিমদের জন্যই দেওয়া হয়েছে রিয়াদ শহরের রমজানের সূচি।
সৌদি আরবের রিয়াদ রমজানের রোজার ক্যালেন্ডার 2025 : ইফতার ও সেহরির সময়সূচী 2025
চলছে হিজরি ১৪৪৬ সন, যার শাবান মাসের শেষে আমাদের মাঝে উপস্থিত হয়েছে পবিত্র মাহে রমজান মাস। যে মাসের রোজা তথা সিয়ামকে আমাদের মুসলিমদের জন্য করা হয়েছে ফরজ। এতে করে আপনারা এখন যারা সৌদি আরবের রিয়াদে রয়েছেন, তাদের জন্য দেশটির ইসলামিক ফাউন্ডেশন ইফতার ও সেহরির সময়সূচী 2025 প্রকাশ করেছে, যা দেখে সহজেই প্রতিটি রোজার সেহরি খেয়ে ইফতার ও করতে পারবেন টাইম মতো।
মক্কা রমজানের সময় সূচি ২০২৫ : আজকের ইফতার ও সেহরির শেষ সময়
আজকের সেহরির শেষ সময় সৌদির রিয়াদ ২০২৫
ইসলামে সিয়াম বা রোজা রাখার ক্ষেত্রে সেহরি একটু গুরুত্বপূর্ণ বিষয়, সেহরি খেয়েই রোজা রাখবার নিয়ত করতে হয়। তবে এই সেহরি গ্রহণের জন্য রয়েছে নিদিষ্ট সময় যার আগেই আপনাকে খেতে হবে। এ জন্যই যখন মাহে রমজান আসে, তখন মানুষ বেশি সেহরির সময় জানতে চায়, সৌদি আরবের রিয়াদে আজকে সেহরির শেষ সময় ভোর ৫ টা ১ মিনিট।
রিয়াদ ইফতারের সময়সূচি 2025
সৌদির রাজধানী শহর রিয়াদের ইফতারের সময়সূচি ২০২৫ জানতে বেশি আগ্রহী সেখানকার প্রবাসী বাংলাদেশীরা। কারণ তাদের কাছে সেই স্থানটা অপরিচিত, এতে করে নিজ থেকে সঠিক টাইম না জানা টায় স্বাভাবিক বটে। সৌদি আরবের রিয়াদ শহরে আজকের ইফতার হবে সন্ধ্যে ৫ টা ৫৭ মিনিটে।