প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার নম্বরের বিভাজন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার নম্বরের বিভাজন
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার নম্বরের বিভাজন। কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক নির্বাচন কমিটির ১২৫তম সভার সুপারিশ মোতাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত ২০(বিশ) নম্বরের বিভাজন সংক্রান্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ০১ এপ্রিল ২০০৯ তারিখের প্রাগম/বিদ্যা-২ (শিক্ষক নিয়োগ-১)/২০০৬/১৯৮নং স্মারকে জারীকৃত পত্রে বর্ণিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার নম্বর বন্টন নিম্নরূপে সংশোধন করা হলো:
মৌখিক পরীক্ষার জন্য নিধারিত ২০ (বিশ) নম্বরের বিভাজন নিম্নরুপ;
(ক) শিক্ষাগত যোগ্যতা-১০
এসএসসি/ সমমান- ৪
এইচএসসি/ সমমান- ৪
স্নাতক/ সমমান- ২
এসএসসি/সমমান ১ম বিভাগ/জিপিএ ও এইচএসসি/সমমান এর ক্ষেত্রে- ৩.০০ বা তদূর্ধ্ব-৪ (চার), ২য় বিভাগ/জিপিএ ২.০০ থেকে ৩.০০ এর কম-৩ (তিন), ৩য় বিভাগ/জিপিএ ১.০০ থেকে ২.০০ এর কম ১(এক) নম্বর। স্নাতক/সমমান এর ক্ষেত্রে- ১ম বিভাগ/সমতুল্য সিজিপিএ [৪ স্কেলে ৩.০০ বা তদূর্ধ্ব, ৫ স্কেলে ৩.৭৫ বা তদূর্ধ্ব]-২ (দুই) নম্বর। ২য় বিভাগ/সমতুল্য সিজিপিএ [৪ স্কেলে ২.২৫ থেকে ৩.০০ এর কম, ৫ স্কেলে ২.৮ থেকে ৩.৭৫ এর কম] ১ (এক নম্বর)।
(খ) ব্যক্তিত্ব, প্রকাশ ক্ষমতা, সাধারণ জ্ঞান ও সাংস্কৃতিক কর্মকান্ডে-১০ ব্যক্তিত্ব , প্রকাশ ক্ষমতা , সাধারণ জ্ঞান ও সাংস্কৃতিক কর্মকান্ডে -১০
পদ্মা সেতুর টোল তালিকা ২০২৪ [পদ্মা সেতুর টোল কোন গাড়ি, যানবাহনে কত নির্ধারণ]
অনুলিপি সদয় অবগতি ও কার্যার্থে (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়):
১। । মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
২। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, ঢাকা।
৩। সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
৪। মহাপরিচালক (গ্রেড-১), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মিরপুর-২, ঢাকা।
৫। জেলা প্রশাসক, (সকল)।
৬। মাননীয় প্রতিমন্ত্রীর একান্ত সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
৭। সচিবের একান্ত সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
৮। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, (সকল)।
৯। সুপারিনটেনডেন্ট, পিটিআই (জেলা সদর) (সকল)।
১০। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বরের বিভাজন, সম্পর্কে আরও কিছু জানার থাকলে নিচের বক্সে কমেন্ট করে আমাদের জানান, ধন্যবাদ
সূত্রঃ www.mopme.gov.bd