পেনাং রমজানের সময় সূচি ২০২৫ : আজকের ইফতার ও সেহরির শেষ সময়
পেনাং রমজানের সময় সূচি ২০২৫ : আজকের ইফতার ও সেহরির শেষ সময় 2025
পেনাং রমজানের সময় সূচি ২০২৫ : আজকের ইফতার ও সেহরির শেষ সময় 2025 মালয়েশিয়ার পেনাং রোজার ক্যালেন্ডার দেখে নিন। উন্নত নগরায়ন এবং শিল্পের কারণে পেনাং মালয়শিয়ার অন্যতম অর্থনীতিক প্রদেশ এবং পর্যটক আকর্ষণ কেন্দ্র। যেখানে প্রবাসী বাংলাদেশী সহ প্রায় ৮৫% মুসলিমের বসবাস, যারা বা যাদের রমজানের রোজা বা সিয়াম করতে হবে। আমরা জানি যে, সৌদি আরবের ন্যায় মালয়েশিয়ার আকাশেও পবিত্র মাহে রমজানের রোজার চাঁদ দেখা গেছে।
এতে করে দেশটিতে ২০২৫ সালের রোজা শুরু হতে যাচ্ছে আগামী ২৮ ফেব্রুয়ারি হতে। কারণ ইতোমধ্যেই ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) পবিত্র রমজান মাসের রোজার চাঁদ উঠেছে। এতে করে আপনারা যারা মালয়েশিয়ার পেনাং শহরে রয়েছেন তাদের জন্য রমজানের সময় সূচি ২০২৫ দেওয়া হবে, যেখানে আজকের সেহরি ও ইফতারের টাইম তুলে ধরা হবে।
পেনাং রমজানের সময় সূচি ২০২৫
শিল্প, ইতিহাস ও ঐতিহ্যয়ের দিক থেকে মালয়েশিয়া অনেক সুন্দর ও উন্নতম একটি দেশ। যে দেশের বিভিন্ন শহরে রয়েছে আমাদের প্রবাসী বাংলাদেশী ভাইইয়েরা। যারা কাজের জন্য দেশটির বিভিন্ন শহরে রয়েছেন যেমন পেনাং তার মধ্যে উন্নতম। বিগত বছরের ন্যায় চলতি বছরের মালয়েশিয়াতে সৌদি আরবের সাথেই রমজানের রোজার চাঁদ দেখা গেছে। এতে করে দেশটির রাজধানী শহর কুয়ালালামপুর সহ পেনাং শহরেও শুরু হচ্ছে প্রথম রোজা ২৮ ফেব্রুয়ারি হতে। এতে করে আপনাকে আগে হতেই জেনে নিতে হবে পেনাং রমজানের সময় সূচি ২০২৫।
মালয়েশিয়ার পেনাং রমজানের রোজার ক্যালেন্ডার 2025 : ইফতার ও সেহরির সময়সূচী 2025
পবিত্র মাহে রমজান মুসলিমদের ঘরে রহমতের কল্যাণ ধারা বয়ে নিয়ে আসে। প্রতিটি মুসলিম হৃদয় পবিত্র মাহে রমজানের অপেক্ষায় থাকে অধীর আগ্রহ নিয়ে, কারণ এই মাসটি রহমতের, বরকতের। যে মাসের রোজা প্রতিটি মুসলিমকে আবশ্যিক ভাবে রাখতে হবে, তাই আপনি এই সময়টা যেখানেই থাকুন না কেন আপনাকে সিয়াম রাখতে হবে। এতে করে আপনারা যারা এখন কাজ ও পড়াশুনার জন্য মালয়েশিয়ার পেনাং রয়েছেন তাদের জন্যই নিচের অংশের রমজানের রোজার ক্যালেন্ডার 2025 ইফতার ও সেহরির সময়সূচী জেনে নিন।
মালয়েশিয়া রমজানের সময় সূচি ২০২৫ : আজকের ইফতার ও সেহরির শেষ সময়
আজকের সেহরির শেষ সময় ২০২৫ মালয়েশিয়া পেনাং
চলছে হিজরি ১৪৪৬ সনের পবিত্র মাহে রমজান মাস, যার প্রথম রোজা শুরু হয়েছে মালয়েশিয়ার পেনাং। যেখানে আজকের সেহরির শেষ সময় ভোর ৬ টা ২২ মিনিটে।
পেনাং ইফতারের সময়সূচি 2025
অন্যদিকে মালয়েশিয়ার পেনাং শহরের ইফতারের সময় সূচী বা টাইম জানতে চান অনেকেই। আমরা জানি যে, পেনাং একটি দ্বীপ মালয়েশিয়ার, দেশটির অন্যান্য শহরের ন্যায় এখানেও রমজানের রোজার ইফতার টাইম একই। আজকে মালয়েশিয়ার পেনাং ইফতার হবে সন্ধ্যে ৭ টা ৩২ মিনিটে।