জহর বাহরু রমজানের সময় সূচি ২০২৫ : আজকের ইফতার ও সেহরির শেষ সময়
জহর বাহরু রমজানের সময় সূচি ২০২৫ : আজকের ইফতার ও সেহরির শেষ সময় 2025
জহর বাহরু রমজানের সময় সূচি ২০২৫ : আজকের ইফতার ও সেহরির শেষ সময় 2025 মালয়েশিয়ার জহর বাহরু রোজার ক্যালেন্ডার দেখে নিন। আহলাল সাহলাল পবিত্র মাহে রমজান আমাদের মাঝে আসে উপস্থিত হয়েছে, যার খবর ইতোমধ্যেই জেনে গেছে মালয়েশিয়া বাসী। আমরা আজকের আর্টিকেলটিতে মালয়েশিয়ার জহর বাহরু শহরের রমজানের সময় সূচি ২০২৫ আলোচনা করবো, এতে জানা যাবে দেশটির উল্লেখিত শহরের আজকের রোজার সেহরি ও ইফতারের সময় সূচি। আমরা জানি যে, পবিত্র মাহে রমজানের রোজা রাখার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সঠিক সময়ের সাথে সেহরি ও ইফতার সাড়তে (করতে) হবে।
জহর বাহরু রমজানের সময় সূচি ২০২৫
সৌদি আরবের সাথেই এবারও মালয়েশিয়ায় রমজানের রোজার চাঁদ দেখা গেছে, যা দেশটির ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছেন। এতে করে আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ (শনিবার) মালয়েশিয়ার জহর বাহরুতে রমজানের প্রথম রোজা শুরু হতে যাচ্ছে। এতে করে যারা এখন জহর বাহরু শহরে রয়েছেন তারা এখন সাধারণ ভাবেই সেখানকার রমজানের সময় সূচি ২০২৫ খুঁজবে। এতে করে আমরা নিচের অংশে এক, এক করে তুলে ধরবো জহর বাহরুর রমজানের সময়সূচি ২০২৫, যা একই সাথে পিডিএফ ও ছবি আকারে ডাউনলোড করা যাবে।
মালয়েশিয়ার জহর বাহরু রমজানের রোজার ক্যালেন্ডার 2025 : ইফতার ও সেহরির সময়সূচী 2025
আমরা জানি যে, মালয়েশিয়া একটি ইসলাম প্রধান দেশ অর্থাৎ ইসলাম দেশটির প্রধান ধর্ম। এছাড়াও দেশটিতে রয়েছে প্রায় ৬ লাখের মতো প্রবাসী বাংলাদেশী মুসলিম। যারা পবিত্র মাহে রমজানের রোজা তারা সেখানেই রাখবে, এতে করেই তাদের জন্য প্রয়োজন মালয়েশিয়ার জহর বাহরু রমজানের রোজার ক্যালেন্ডার 2025 এতে করে জানা যাবে ইফতার ও সেহরির সময়সূচী ২০২৫। যাতে করে আপনি মালয়েশিয়ার জহর বাহরুতে অবস্থান করেও রমজানের রোজা গুলো নিরবচ্ছিন্ন ভাবে করতে পারবেন।
- মালয়েশিয়া রমজানের সময় সূচি ২০২৫ : আজকের ইফতার ও সেহরির শেষ সময়
- কুয়ালালামপুর রমজানের সময় সূচি ২০২৫ : আজকের ইফতার ও সেহরির শেষ সময়
আজকের সেহরির শেষ সময় ২০২৫ জোহর বাহরু
প্রথমেই আপনাকে জেনে নিতে হবে মালয়েশিয়ার জোহর বাহরু’র রমজানের সেহরির সময় সূচি। যাতে করে আপনি সঠিক সময় জেনে সেহরি তার আগেই খেয়ে নিতে পারেন। মালয়েশিয়ার রমজানের ক্যালেন্ডার ২০২৫ অনুসারে জোহর বাহরুর আজকের সেহরির সময় শেষ ০৬.০৫ টায়।
জোহর বাহরু ইফতারের সময়সূচি 2025
মালয়েশিয়ার জোহর বাহরুতে দেশটির অন্যান্য শহরের তুলনায় বেশিক্ষণ সময় ধরে রোজা রাখতে হবে। কারণ উপরের অংশ হতে আমরা জেনেছি যে, আজকে মালয়েশিয়ার জোহর বাহরুতে ইফতার ০৭.২০ টায়।