Calendar

দোহা রমজানের সময় সূচি ২০২৫ : আজকের ইফতার ও সেহরির শেষ সময়

দোহা রমজানের সময় সূচি ২০২৫ : আজকের ইফতার ও সেহরির শেষ সময় 2025

দোহা রমজানের সময় সূচি ২০২৫ : আজকের ইফতার ও সেহরির শেষ সময় 2025 কাতারের দোহার রোজার ক্যালেন্ডার দেখে নিন। মধ্যপ্রাচ্য অর্থনীতিতে শক্তিশালী এক দেশের নাম কাতার, যার রাজধানী হচ্ছে দোহা। বাংলাদেশ হতে প্রতি বছর গড়ে প্রায় দেড় লক্ষ জনবল এই দেশটিতে যান প্রবাসী হিসেবে। এছাড়াও বর্তমানে কাতারের দোহা সহ অন্যান্য শহরে রয়েছেন এমন প্রবাসী বাংলাদেশীর সংখ্যা প্রায় ১৬ লাখ। এতে করে যখন তাদের মাঝে পবিত্র মাহে রমজান মাস আসে, তখন সিয়াম বা রোজা সেখানেই রাখতে হয়। কিন্তু প্রবাসী হিসেবে জেনে নিতে হয় কাতারের দোহার সেহরি ও ইফতারের সময় সূচি ক্যালেন্ডার ২০২৫। কারণ এতে করে সহজেই প্রতি রমজানের রোজা রাখা ও ভাঙ্গা যায় পূর্ণ সময়ে।

দোহা রমজানের সময় সূচি ২০২৫

কাতার যে দেশটি একটি আরব দেশ, তাই স্বাভাবিক ভাবেই দেখা যায় এখানে ইসলামিক বিষয় গুলো সৌদি আরবের সাথেই অনুষ্ঠিত হয়। এতে করে পবিত্র মাহে রমজানের রোজাও সৌদি আরবের সাথেই হয়। ২০২৫ সালের রমজানের রোজার চাঁদও সৌদি আরবের সাথেই দেখা গেছে, এতে করে দেশটিতে আগামী ১ মার্চ শুরু হচ্ছে রমজানের প্রথম রোজা। যার কারণেই এখন প্রবাসী বাঙ্গালীসহ প্রতিটি মুসলিমরা জানতে চায়, কাতারর দোহার রমজানের সময় সূচি ২০২৫ যার ফলে সহজেই রোজা গুলো রাখা যায়।

কাতারের দোহা রমজানের রোজার ক্যালেন্ডার 2025 : ইফতার ও সেহরির সময়সূচী 2025

এখন চলছে আরবি তথা হিজরি ১৪৪৬ সন যার শাবান মাসের পর আসে পবিত্র মাহে রমজান মাস সেটা আমরা সকলেই জানি। এর পাশাপাশি এটাও জানি যে, রমজানের রোজাকে মহান আল্লাহ্‌ তাআলা করেছেন আমাদের ইসলাম ধর্মের অনুসারীদের জন্য ফরজ ইবাদাত। এতে করে আবশ্যিক ভাবেই আমরা কাতার বা তার রাজধানী দোহা সহ যেখানেই থাকি না কেন আমাদের রোজা রাখতেই হবে। তাই এখন আপনারা যারা কাতারের দোহায় রয়েছেন, তাদের জন্য আমাদের এ অংশের আয়োজন রমজানের রোজার ক্যালেন্ডার 2025 অনুযায়ী আজকের ইফতার ও সেহরির সময়সূচী।

কাতার রমজানের সময় সূচি ২০২৫ : আজকের ইফতার ও সেহরির শেষ সময়

আজকের সেহরির শেষ সময় ২০২৫ দোহা কাতার

আজ কখন ও কয়টায় কাতারের রাজধানী শহর দোহায় প্রথম রোজার সেহরির সময় শেষ হবে? এমন প্রশ্ন জানতে চান বিশেষ করেই প্রবাসী বাঙ্গালী ভাইয়েরা। এতে করে আমরা যদি কাতারের রমজানের ক্যালেন্ডারের দিকে চোখ দিই তাহলে দেখা যায় দেশটির দোহা শহরের আজকের সেহরির শেষ সময় হল ভোর ৪ টা ৪০ মিনিট।

দোহা ইফতারের সময়সূচি 2025

আবার যদি পুনরায় জানতে চাওয়া হয় কাতারের দোহাতে আজকের ইফতারের টাইম টেবিল। তবে একই ভাবে নজর রাখতে হবে কাতারের রোজার সময়সূচী ২০২৫ এর দিকে, সেখানে উল্লেখ করা হয়েছে দোহার আজকের ইফতারের সময় সন্ধ্যে ৫ টা ৩৬ মিনিটে।

Goalresultbd

Goalresultbd writing, aim to empower individuals to pursue their goals and achieve success in every aspect of life. Follow us our on social networks we will share our real-time updates, news, and more.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button