কানাডা রমজানের সময় সূচি ২০২৫ : আজকের ইফতার ও সেহরির শেষ সময়
কানাডা রমজানের সময় সূচি ২০২৫ : আজকের ইফতার ও সেহরির শেষ সময় 2025
কানাডা রমজানের সময় সূচি ২০২৫ : আজকের ইফতার ও সেহরির শেষ সময় 2025 টরন্টো, মন্ট্রিয়াল, ভেংকুবার ও অটোয়ার রোজার ক্যালেন্ডার দেখে নিন। পৃথিবীর বিখ্যাত কিছু দেশের নাম বলতে গেলে কানাডার নাম আসবে প্রথম সারিতে। কারণ ইতিহাস ঐতিহ্য ও উন্নতের দিক থেকে এমন কি আয়তনের দিক থেকেও বেশ বড় এই ইউরোপের দেশটি। এই কানাডা যদিও ইসলাম ধর্মের তথা মুসলিম জনসংখ্যার দেশ নয়। তারপর বড় আর উন্নত দেশ হওয়াতে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের প্রবাসী মুসলিমরা রয়েছেন। যার কারণেই আমরা এই আর্টিকেলটিতে শুধুমাত্র প্রবাসী বাংলাদেশীদের জন্য কানাডার রমজানের সময় সূচি ২০২৫ তুলে ধরবো একটি ক্যালেন্ডার আকারে।
কানাডা রমজানের সময় সূচি ২০২৫
গত ২০০১ সাল থেকে বিশেষ করে বাংলাদেশ হতে কানাডায় পাড়ি জমিয়েছেন এমন বাংলাদেশীদের সংখ্যা প্রায় ১ লাখ ৯০ হাজার। এছাড়াও বর্তমানেও অনেক সংখ্যক বাংলাদেশী প্রবাসী কানাডায় রয়েছেন এবং প্রতিনিয়ত যাচ্ছেন। যাদের বলতে গেলে ৯৮% মুসলিম বা ইসলাম ধর্মের। এতে করে যখন মাহে রমজান মাস তারা কানাডায় অবস্থানরত অবস্থায় পায়, তখন সিয়াম বা রোজা সেখানেই রাখতে হয়। যার জন্য বিশেষ ভাবে প্রথমেই প্রয়োজন হয় কানাডার রমজানের সময় সূচি ২০২৫। কারণ এই সময় সূচি দেখে না অনুসরণ করে তারা সঠিক ভাবে রমজানের রোজার সেহরি ও ইফতার করতে পারবেন।
কানাডার রমজানের রোজার ক্যালেন্ডার 2025 : ইফতার ও সেহরির সময়সূচী 2025
আপনি কি ইউরোপের দেশ কানাডায় রয়েছেন? একজন প্রবাসী বাংলাদেশী অথবা স্থানীয় কানাডিয়ান হিসেবে। আপনাদের প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ হলে এবং আপনি একজন মুসলিম হলে এই আর্টিকেলটি আপনার জন্যই। কেন না এই আর্টিকেলে আমরা কানাডার রমজানের রোজার ক্যালেন্ডার 2025 দিতে চলেছি যেখানে আজকের ইফতার ও সেহরির সময়সূচী পূর্ণাঙ্গ রূপে প্রকাশ করা হয়েছে। যা একজন কানাডা প্রবাসীকে তার নিজের ভাষা বাংলায় দেশটির জন্য প্রণীত রোজার সময়সূচী জানতে সাহায্য করবে।
আজকের সেহরির শেষ সময় কানাডা ২০২৫ টরন্টো, মন্ট্রিয়াল, ভেংকুবার ও অটোয়া
আজ কখন বা কয়টায় কানাডার সেহরির সময় শেষ হবে? জানতে চেয়েছেন কানাডায় বসবাসরত বিভিন্ন শহরের বাসিন্দারা। আমরা জানি যে, রমজানের প্রথম দিকে মানুষের আগ্রহ থাকে এসব বিষয়ে জানার। ভোর ৫ টায় আজকের সেহরির সময় শেষ হবে কানাডার টরন্টো, মন্ট্রিয়াল, ভেংকুবার ও রাজধানী অটোয়ায়।
কানাডা ইফতারের সময়সূচি 2025
অপরদিকে একই ভাবে কানাডায় আজকের ইফতারের সময়সূচিও পেতে চায়। কারণ সেহরির পরের ধাপটিই হচ্ছে রমজানের রোজার রাখার ক্ষেত্রে ইফতার করা। ৬ টা ১০ মিনিটে হতে চলেছে কানাডার আজকের ইফতার।