আর্জেন্টিনা বনাম চিলি ম্যাচ কবে, কখন, লাইনআপ ও পরিসংখ্যান
আর্জেন্টিনা vs. চিলি ম্যাচ কবে, কখন, লাইনআপ ও পরিসংখ্যান
আর্জেন্টিনা বনাম চিলি ম্যাচ কবে, কখন, লাইনআপ ও পরিসংখ্যান জেনে নিন। ফুটবলকে ভালোবাসেন, আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থক এমন সকলকে আমন্ত্রণ জানাই এই আর্টিকেলে। যেখানে আমরা আলোচনা করতে যাচ্ছি আর্জেন্টিনা বনাম চিলির মধ্যকার ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব ম্যাচের বিস্তারিত।
এখানে বিশেষ ভাবে জায়গা পাবে উক্ত আর্জেন্টিনা, চিলি খেলা কবে, কখন ও কোথায় এবং তার লাইভ দেখার উয়াপ। পাশাপাশি আরও জানা যাবে দল দুটির মুখোমুখি তথা হেড টু হেড পরিসংখ্যান, লাইন আপ সহ ভবিষ্যৎবাণী। যাতে করে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল বনাম চিলি জাতীয় ফুটবল দলের ভক্তরা ম্যাচটি সম্পর্কে যাবতীয় তথ্য, উপাত্ত পেতে পারে।
আর্জেন্টিনা vs চিলি মুখোমুখি হেড টু হেড পরিসংখ্যান ও লাইন আপ ২০২৪
কোপা আমেরিকা ২০২৪ টুর্নামেন্টের পর আবারও মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা ও চিলি ফুটবল দল। যদিও দল ২টি ইতোমধ্যেই এবারের কোপা আমেরিকার ৪৮ তম আসরে একে, অপরের মুখোমুখি হয়। টুর্নামেন্টটিতে এবারও টানা দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা, অপরদিকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় চিলি। সেই চিলি এবং আর্জেন্টিনা এবার মুখোমুখি হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ বাছাই ২০২৬ এর ম্যাচে, তার আগে দল ২টির সমর্থক জানতে চায় তাদের শক্তিমত্তা।
আর্জেন্টিনা vs চিলি মুখোমুখি হেড টু হেড পরিসংখ্যানে এগিয়ে রয়েছে মেসিরাই মোট ৯৬ ম্যাচের মধ্যে আর্জেন্টিনার জয় ৬৩টি ম্যাচে, অপরদিকে চিলি জিতেছে মাত্র ৮টি ম্যাচে বাকি ২৫টি ম্যাচ ড্র হয়েছে। তাই আশা করা যাচ্ছে এ ম্যাচে আর্জেন্টিনা ৪-৩-২-১ লাইনে আপে মাঠে নামবে চিলির ৪-৪-২ লাইন আপের বিপক্ষে।
আর্জেন্টিনা বনাম চিলি ম্যাচ কবে, কখন, সময়সূচি
প্রিয় দল আর্জেন্টিনা কবে, কখন ও কোথায় মাঠে নামতে চলেছে? এমন খবর দলটির ভক্তরা রাখে না এমন কমই হয়। কোপা আমেরিকার পর এবার আর্জেন্টিনার ব্যস্ত সূচি যাবে ওয়ার্ল্ডকাপ কোয়ালিফায়ার খেলায়। বাংলাদেশ সময় আগামী ৬ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ (শুক্রবার) সকাল ৬ টায় এস্টাডিও মনুমেন্টাল (বুয়েনস আইরেস) স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম চিলি ম্যাচটি অনুষ্ঠিত হবে। আমাদের কাছে অনেকেই বাংলাদেশে অবস্থানরত থেকে শুরু করে প্রবাসী বাংলাদেশীরা আর্জেন্টিনা বনাম চিলি ম্যাচের সময়সূচি জানতে চেয়েছিল, যা উপরের অংশে দেওয়া হয়েছে।
আর্জেন্টিনা বনাম কলম্বিয়া আজকের ম্যাচ লাইভ স্কোর
আর্জেন্টিনা বনাম চিলি বিশ্বকাপ বাছাই ফুটবল খেলা টিভি চ্যানেল ও অনলাইন লাইভ দেখায় উপায়
ইতোমধ্যেই জেনেছেন, আর্জেন্টিনা বনাম চিলি বিশ্বকাপ বাছাইপর্বের খেলার সময়সূচি, কিন্তু এখন জানতে হবে ম্যাচটির দেখায় নিয়ম। আমরা জানি যে, একজন ফুটবল দর্শক হিসেবে কখনই চাইবেন না এ ম্যাচটি মিস করতে তাই মাঠে বসে অথবা টিভি চ্যানেল বা অনলাইনে দেখতে হবে। বাংলাদেশী দর্শকদের জন্য জানাতে চায়, আর্জেন্টিনা বনাম চিলি বাছাইপর্বের খেলাটি দেশীও কোন টিভি চ্যানেলে দেখানো হবে না। বাংলাদেশে আর্জেন্টিনা vs চিলি ম্যাচটি অনলাইনে ফিফা+, সনি লাইভ আপস সাবস্ক্রিপশন ও ফক্স স্পোর্টস ও ফুবো টিভিবর মাধ্যমে সরাসরি লাইভ এইচডি উপভোগ করতে পারবেন Argentina বনাম Chile ফুটবল খেলাটি।