আরব আমিরাত রমজানের সময় সূচি ২০২৫ : আজকের ইফতার ও সেহরির শেষ সময়
আরব আমিরাত রমজানের সময় সূচি ২০২৫ : আজকের ইফতার ও সেহরির শেষ সময় 2025
আরব আমিরাত রমজানের সময় সূচি ২০২৫ : আজকের ইফতার ও সেহরির শেষ সময় 2025 সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবির রোজার ক্যালেন্ডার দেখে নিন। সুদীর্ঘ একটি বছর পরে প্রতিটি মুসলিমের ঘরে, ঘরে হাজীর মাহে রমজান মাস। যে মাসের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আমাদের সকলেই জানা রয়েছে। আমরা জানি যে, প্রথমত রমজানের চাঁদের অনুসন্ধান করা হয় সৌদি আরবের রাজধানী রিয়াদে, একই সাথে যদিও অনেক দেশ অনুসন্ধান করা থাকেন।
পক্ষান্তরে সৌদিতে চাঁদ দেখা গেলে মধ্যপ্রাচ্যের অনেক দেশেরই এক দিন পরে রোজা শুরু হয়। চলতি বছর ২০২৫ সালের রমজানের রোজা সৌদির সাথেই শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরাতেও। এতে করে দেশটির ইসলামিক ফাউন্ডেশন ইতোমধ্যেই আরব আমিরাতের দুবাই রোজার সময় সূচি ২০২৫ প্রকাশ করেছে, যার সেহরি ও ইফতারের ক্যালেন্ডার তুলে ধরা হল।
আরব আমিরাত রমজানের সময় সূচি ২০২৫
চলছে হিজরি ১৪৪৬ সন, যার শাবানের পর এসেছে পবিত্র মাস মাহে রমজান, যে মাসের সিয়ামকে মহাল আল্লাহ্ তালা করেছেন আমাদের জন্য ফরজ। তাই আপনি রমজানে যেখানে, যে দেশেই থাকুন না কেন আপনার জন্য রোজা রাখা ফরজ। এতে করে আপনারা যারা এখন দুবাই বা আরব আমিরাতে রয়েছেন এবং সেখানে থেকেই রমজানের রোজা রাখতে চান। তাদের আবশ্যিক ভাবেই জানা প্রয়োজন আরব আমিরাতের রমজানের সময় সূচি ২০২৫, যাতে করে জানতে পারেন প্রথম হতে শুরু করে একদম শেষ রোজার প্রতিদিনের সেহরি ও ইফতার কখন বা কয়টায়।
আরব আমিরাতের রমজানের রোজার ক্যালেন্ডার 2025 : ইফতার ও সেহরির সময়সূচী 2025
মধ্যপ্রাচ্য সব থেকে প্রসিদ্ধ দেশ গুলোর মধ্যে একটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, সুবিশাল অট্টালিকা থেকে শুরু করে সভ্যতার সব কিছুর যেন মিলন মেলা সেখানে। আরব আমিরাতের দুবাই, আবুধাবি, শারজাহ সহ বেশ কিছু নামীদামি শহর রয়েছে। আমরা জানি যে, প্রতি বছর সংযুক্ত আরব আমিরতে অনেক প্রবাসী বাংলাদেশী যান, কাজের জন্য এছাড়াও ইতোমধ্যেই অনেকে রয়েছেন। এতে করে ঐ দেশটিতে সহ দেশটির বিভিন্ন শহরের রমজানের রোজার ক্যালেন্ডার 2025 দেখতে হয় ইফতার ও সেহরির সময়সূচী পেতে।
দুবাই রমজানের সময় সূচি ২০২৫ : আজকের ইফতার ও সেহরির শেষ সময়
আজকের সেহরির শেষ সময় আরব আমিরাত ২০২৫ দুবাই
সংযুক্ত আরব আমিরাতের দুবাই সহ অন্যান্য শহরে আজকের সেহরি কখন হবে? এমন প্রশ্নের উত্তর খুঁজতে এখন মোরিয়া অনেকেই। কারণ ২০২৫ সালের প্রথম রমজানের রোজা শুরু হচ্ছে আরব আমিরাতের আজকের সেহরির শেষ সময় হল ভোর ৫ টা ২৩ মিনিটে।
সংযুক্ত আরব আমিরাত ইফতারের সময়সূচি 2025
সেহরির পাশাপাশি, আজকের ইফতারের সময়সূচি জেনে নিতে হবে সংযুক্ত আরব আমিরাত বাসীদের। স্বাভাবিক ভাবে সুবে সাদিকের সেহরি খেয়ে রোজা রাখতে হয় এবং তা ভাঙতে হয় সন্ধ্যায়। আজ সন্ধ্যে ৬ টা ১৮ মিনিটে হবে সংযুক্ত আরব আমিরাতের ইফতার।